Head Advice

বিদ্যালয়টি ফরিদপুর জেলার নবগঠিত সালথা উপজেলাধীন ৬নং আটঘর ইউনিয়নের শিক্ষাবঞ্চিত, অবহেলিত, অতিদরিদ্র জনপদ। এই অধিকার বঞ্চিত মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়াতে জনাব মোঃ আব্দু মোল্যা সাহেব এলাকার কিছু গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন। তাদের অক্লান্ত প্রচেষ্টায়  ০১/০১/১৯৯৫ইং সালে বিদ্যালয়টি পাঠদানের অনুমতি পায়। ০১/০১/১৯৯৮ইং সাল থেকে একাডেমিক স্বীকৃতি পায়। ০১/০১/২০০৫ইং সাল থেকে ৯ম শ্রেণী পাঠ দানের অনুমতি পায়। এই বিদ্যালয়টি সালথা উপজেলায় সকলের ভালোবাসায় সিক্ত। কানাইপুর থেকে নকুলহাটি পাকা সড়কের সংলগ্ন এই বিদ্যালয়ে বর্তমানে ৬০০ এর অধিক শিক্ষার্থী রয়েছে।